579)Equal justice.(সমান বিচার।) - Written by Junayed Ashrafur Rahman

(22 January 2022)

579 http://ow.ly/wTJh1036lN7 )Equal justice.(সমান বিচার।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 

 "If there are equal rights, there must be equal justice."
🌟 Follow this link to visit all links of this writing (এই লেখার সব লিংক ভিজিট করতে এই লিংক ফলো করুন) ✒ https://write.as/orye54ie023sl

 🌟 Men's tolerance towards women ✒ 

 Men's tolerance towards women is a normal thing. Due to the tolerance of men towards women, in every case men are tolerant towards women of their own free will.

 Due to this tolerance towards women in every country, women have been given equal rights with men in the existing law without any religious concept.

 This equal right has been given in all fields including politics and jobs. It is humanity and amusement towards women.

 🌟 Self-established women ✒ 

 Again, without the sympathy of men, some women want to establish themselves through their own qualifications and labor. It is certainly a matter of praise.

 🌟 Inequality in judgment ✒ 

 But women are not judged in that proportion.

 For the same crime that men are imprisoned for, even the death penalty, women are not judged the same for the same crime.

 Although women are given equal rights in terms of benefits, they are not given equal justice in case of crime.

 It is not tolerance towards women, but discrimination in justice.

 Men are often sentenced to death for their involvement in murder. But how many women are sentenced to death for their involvement in the murder? And how many women are executed if the death penalty? This survey shows that men have been punished more and more effective. This inequality must end if justice is to be done.

🌟 The evil of not being judged equally ✒ 

The so-called godmothers were formed because women were not given equal justice. And many more male offenders commit crimes freely under the auspices of these godmothers.

 That is, many men have the opportunity to commit crimes because they do not have equal treatment for one woman.

 Even taking advantage of the fact that women are not being treated equally, many male criminals can come together and use women in crime.

🌟 Therefore, once this inequality is eliminated, equality between men and women will be established in the judiciary and crime will decrease further. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/nyab102wHAf 


"সমান অধিকার থাকলে অবশ্যই সমান বিচার থাকতে হবে।" https://lawforjusticejunayedmn1.blogspot.com/2023/09/739the-transparency-of-judiciary.html

🌟 নারীর প্রতি পুরুষের সহনশীলতা ✒ 

নারীর প্রতি পুরুষের সহনশীলতা একটা স্বাভাবিক বিষয়। নারীর প্রতি পুরুষের সহনশীলতা থাকার কারণেই প্রতিটা ক্ষেত্রেই পুরুষ নিজের ইচ্ছায় নারীর প্রতি সহনশীল হয়।

প্রতিটা দেশে নারীর প্রতি এই সহনশীলতা থাকার কারণেই কোন ধর্মীয় ধারণা ছাড়াই প্রচলিত আইনে পুরুষের সমান নারীর অধিকার প্রদান করা হয়েছে।

রাজনীতি,চাকরিসহ সব ক্ষেত্রেই এই সমান অধিকার প্রদান করা হয়েছে। এটা নারীর প্রতি মানবিকতা ও অমায়িকতা।

🌟 আত্ম প্রতিষ্ঠিত নারী ✒ 

আবার পুরুষের সহমর্মিতা ছাড়াই কোন কোন নারী নিজের যোগ্যতা ও শ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। এটা অবশ্যই প্রশংসার বিষয়।

🌟 বিচারে বৈষম্য ✒ 

কিন্তু সেই অনুপাতে নারীদের অপরাধের বিচার করা হয় না।

যে অপরাধে পুরুষের কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড হয়,একই অপরাধে নারীর একই রকম বিচার হয় না।

সুবিধার ক্ষেত্রে নারীকে সমান অধিকার দেয়া হলেও অপরাধের ক্ষেত্রে সমান বিচার করা হয় না।

এটা নারীর প্রতি সহনশীলতা না, বরং বিচারের ক্ষেত্রে বৈষম্যতা।

খুনের সঙ্গে জড়িত থাকার কারণে পুরুষের অহরহ মৃত্যুদণ্ড হয়। অথচ খুনের সঙ্গে জড়িত থাকার কারণে কতজন নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয় ? আর মৃত্যুদণ্ড দেয়া হলে কার্যকর করা হয় কতজনের ? এই জরিপ করলে দেখা যাবে পুরুষকেই বেশি শাস্তি দেয়া হয়েছে এবং কার্যকরও বেশি করা হয়েছে। বিচার ব্যবস্থাকে যথাযথ করতে হলে এই বৈষম্যের অবশ্যই অবসান হওয়া উচিৎ।

তাই এই বৈষম্য দূর হলেই বিচার ব্যবস্থায় নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠিত হবে এবং অপরাধ আরো কমবে। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/nyab102wHAf 


Comments

Popular posts from this blog

248 ) IDENTIFICATION OF THE EVIDENCE :- প্রমাণ উদঘাটন।- Written by Junayed Ashrafur Rahman

667)Case against AI ChatGPT. (এআই চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒

238)ABOUT THE LOGICAL LAW. -Written by Junayed Ashrafur Rahman