578)Responsibility for wife murder. (স্ত্রী হত্যার দায়ভার।) - Written by Junayed Ashrafur Rahman

578 http://ow.ly/wTJh1036lN7 ) Responsibility for wife murder. (স্ত্রী হত্যার দায়ভার।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 

 "It is not possible to prevent a husband from killing his wife by going from house to house, but in some cases it is possible to prevent it."

🌟 Follow this link to visit all links of this writing (এই লেখার সব লিংক ভিজিট করতে এই লিংক ফলো করুন) ✒ https://write.as/3k1ab4icjlj0b

 The wife may be killed by the husband for various reasons. Due to gambling, drug use, dowry etc.

 It is impossible for law enforcement or social organizations to go to every house on their own and negotiate between husband and wife.

 So on this occasion the wives killed by the husbands despite the law and order in the country.

 But if the wife harms the husband (it can be physical, movable or immovable property). Then if the husband complains to the law, especially to the police. But despite the allegations being true, justice was not served. In this case, if the husband gets angry and hits the wife. As a result, his wife was killed. In this case, the husband is directly responsible. But indirectly responsible those who did not accept the allegations and did not try.

 Yes, that's right. If the wife and her accomplices are not brought under the law despite the allegations of the husband, then the people of law must be indirectly responsible for the murder.

 But if the allegation is true. And if the wife and the wife's accomplices are brought under the law, then the chances of the wife being killed by the husband will be very low. Even husband won't even dare to kill.

 Therefore, all those involved in law and justice (especially the police of the police station) should bring the wife and her accomplices under the law according to the true allegations made by the husband against his wife.

 Only then will it be possible to prevent the husband from killing his wife.
©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/nyab102wHAf 


"স্বামীর দ্বারা স্ত্রী হত্যা বাড়ি বাড়ি গিয়ে প্রতিরোধ করা সম্ভব না হলেও কিছু ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব।"

বিভিন্ন কারণে স্বামীর দ্বারা স্ত্রী নিহত হতে পারে। জুয়া খেলা,মাদক গ্ৰহণ,যৌতুক প্রভৃতি কারণে। 

আইন বাহিনী অথবা সমাজ সংস্থার দ্বারা অসম্ভব নিজে থেকে প্রত্যেক বাড়িতে নিয়মিত গিয়ে স্বামী - স্ত্রীর মধ্যে সমঝোতা করে দেয়ার।

তাই এই সুযোগে দেশে আইন - শৃঙ্খলা থাকা সত্ত্বেও স্বামীর দ্বারা স্ত্রী নিহত হয়। 

কিন্তু স্ত্রী যদি স্বামীর ক্ষতি করে (সেটা শারীরিক,স্থাবর অথবা অস্থাবর সম্পত্তির হতে পারে)। তারপর স্বামী যদি আইনের কাছে,বিশেষ করে থানায় অভিযোগ করে। কিন্তু অভিযোগ সত্য হওয়া সত্ত্বেও বিচার পেল না। এই অবস্থায় স্বামী যদি ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে আঘাত করে। ফলে স্ত্রী নিহত হলো। এই অবস্থায় প্রত্যক্ষভাবে স্বামী দায়ি। কিন্তু পরোক্ষভাবে দায়ি যিনিরা অভিযোগ গ্ৰহণ করেননি এবং বিচার করেননি। 

হ্যাঁ, এটাই সত্য। স্বামীর অভিযোগ পাওয়া সত্ত্বেও স্ত্রীকে আর স্ত্রীর সহযোগীদেরকে আইনের আওতায় আনা না হয়,তাহলে হত্যাকাণ্ডের জন্য অবশ্যই পরোক্ষভাবে আইনের লোকেরাই দায়ি হবেন।

কিন্তু যদি অভিযোগ সত্য হয়। এবং স্ত্রীকে আর স্ত্রীর সহযোগীদেরকে আইনের আওতায় আনা হয়, তাহলে স্বামীর দ্বারা স্ত্রীকে হত্যার সম্ভাবনা খুবই কম থাকবে। এমনকি হত্যা করার সাহসও পাবেনা।

তাই আইন ও বিচারের সঙ্গে সংশ্লিষ্ট সবার (বিশেষ করে থানার পুলিশ) উচিৎ , কোন স্বামী নিজের স্ত্রীর বিরুদ্ধে সত্য অভিযোগ করলে , সেই অভিযোগ অনুসারে স্ত্রীকে ও স্ত্রীর সহযোগীদের আইনের আওতায় আনার।

তাহলেই এই অবস্থায় স্বামীর দ্বারা স্ত্রীকে হত্যা প্রতিরোধ করা সম্ভব হবে। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/nyab102wHAf

Comments

Popular posts from this blog

248 ) IDENTIFICATION OF THE EVIDENCE :- প্রমাণ উদঘাটন।- Written by Junayed Ashrafur Rahman

667)Case against AI ChatGPT. (এআই চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒

238)ABOUT THE LOGICAL LAW. -Written by Junayed Ashrafur Rahman