577) Clarity of call forwarding. (কল ফরওয়ার্ডিংয়ের সুস্পষ্টতা।)- Written by Junayed Ashrafur Rahman ✒

 577 http://ow.ly/wTJh1036lN7 ) Clarity of call forwarding. (কল ফরওয়ার্ডিংয়ের সুস্পষ্টতা।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 


 "There must be clarity in call forwarding to prevent trouble."

🌟 Follow this link to visit all links of this writing (এই লেখার সব লিংক ভিজিট করতে এই লিংক ফলো করুন) ✒ https://write.as/x6nchp5m0mg6x

 🌟 Good application of call forwarding ✒ 


 It is possible to transfer calls from one number to another through call forwarding.


 This method is usually used to match different numbers of the same person. So that no important call is missed.


🌟 Harmful application of call forwarding ✒ 


 But there is an opportunity to do a lot of bad things through this call forwarding.


* For example: - John has been receiving money from William for many years. He is not paying even after repeatedly begging. So one day John calls William and says something serious.


 But William forwarded the incoming call to his own number to the number of the eminent gentleman Thomas. So Thomas has to listen to John's deadly words.


 And Thomas did not know that the terrible words had been said to William. But in such a situation, there could be a big quarrel between Thomas and John. And William is solely responsible for that.


 * Thus more harmful application is possible. For example: - Caesar called Arthur and cut the line with abuse. As a result, Arthur angrily called back and retaliated. But Caesar forwarded his incoming call to Albert's number. As a result, Albert had to listen to Arthur's abuse.


 In this way also misuse of call forwarding is possible.


 🌟 What to do to prevent abuse ✒ 


 Both the number from which the call was made and the number to which the call was forwarded will be notified via Flash SMS at the beginning of the calling and SMS at the end.


 * For example: - This SMS will be given to the dialer number 3214567 on 1234567, "Your call from 1234567 has been forwarded to 7654321." And SMS to the receiver number 7654321, "The call to 3214567 has been forwarded from 1234567." As long as the line is on, a flash SMS will be displayed.


 Then there will be no possibility of animosity between the other two parties due to the conspiracy of the forwarder. If necessary, it will be possible to bring the forwarder under the law easily.


 So every mobile operator should introduce that method.


 If mobile operators send SMS to customers every day for reason or no reason, then every forward call can also send SMS. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 http://ow.ly/QvJm1036lYy


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262 & +8801711374824


📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/nyab102wHAf 



"ঝামেলা প্রতিরোধের জন্য অবশ্যই কল ফরওয়ার্ডিংয়ের সুস্পষ্টতা থাকা প্রয়োজন।"


🌟 কল ফরওয়ার্ডিংয়ের ভালো প্রয়োগ ✒ 


কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে এক নাম্বারের কল অন্য নাম্বারে ট্রান্সফার করা সম্ভব। 


সাধারণত একই ব্যক্তির ভিন্ন ভিন্ন নাম্বারের মধ্যে সমন্বয় করতেই এই পদ্ধতিটা প্রয়োগ করা হয়। যেন গুরুত্বপূর্ণ কোন কল মিস না হয়।


🌟 কল ফরওয়ার্ডিংয়ের ক্ষতিকর প্রয়োগ ✒ 


কিন্তু এই কল ফরোয়ার্ডিংয়ের মাধ্যমে অনেক অসৎ কাজ করার সুযোগ থাকে।


যেমন :- উইলিয়ামের কাছে জন অনেক বছর ধরে টাকা পায়। বার বার তাগাদা দেয়ার পরও টাকা দিচ্ছেনা। তাই একদিন উইলিয়ামকে জন ফোন করে মারাত্মক কথা বলে।


কিন্তু উইলিয়াম নিজের নাম্বারের ইনকামিং কল ফরওয়ার্ড করে দেয় বিশিষ্ট ভদ্রলোক টমাসের নাম্বারে। তাই জনের মারাত্মক কথাগুলো শোনতে হয় টমাসকে।


আর টমাস জানেন না মারাত্মক কথাগুলো উইলিয়ামকে বলা হয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে টমাস ও জনের মধ্যে বিরাট ঝগড়াও হতে পারে। আর সেটার জন্য সম্পূর্ণভাবে উইলিয়াম দায়ি।


এভাবে আরো ক্ষতিকর প্রয়োগ সম্ভব। যেমন :- আর্থারকে সিজার ফোন করে গালি দিয়ে লাইন কেটে দিলো। ফলে আর্থার রেগে কল ব্যাক করে পাল্টা গালি দিলো। কিন্তু সিজার নিজের ইনকামিং কল আলবার্টের নাম্বারে ফরওয়ার্ড করে দিলো। ফলে আর্থারের গালি আলবার্টকে শোনতে হলো।


এভাবেও কল ফরওয়ার্ডিংয়ের অপপ্রয়োগ সম্ভব।


🌟 অপপ্রয়োগ প্রতিরোধে করণীয় ✒ 


যে নাম্বার থেকে কল করা হয়েছে এবং যে নাম্বারে কল ফরওয়ার্ড করা হয়েছে উভয়কেই কলিংয়ের শুরুতে ফ্ল্যাশ এসএমএস ও শেষে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।


যেমন :- 1234567 নাম্বারে 3214567 নাম্বারের ডায়ালারকে এই এসএমএস দেয়া হবে,"1234567 নাম্বার থেকে আপনার কল 7654321 নাম্বারে ফরওয়ার্ড করা হয়েছে।" এবং 7654321 নাম্বারের রিসিভারকে এসএমএস দেয়া হবে,"3214567 নাম্বারের কলটি 1234567 নাম্বার থেকে ফরওয়ার্ড করা হয়েছে।" যতক্ষণ লাইন চালু থাকবে,ততক্ষণ ফ্ল্যাশ এসএমএস প্রদর্শিত হবে।


তাহলে ফরওয়ার্ডারের চক্রান্তের শিকার হয়ে অন্য দুই পক্ষের মধ্যে শত্রুতার সম্ভাবনা থাকবে না। প্রয়োজনে ফরওয়ার্ডারকে সহজেই আইনের আওতায় আনা সম্ভব হবে।  


তাই প্রত্যেক মোবাইল অপারেটরের উচিৎ উক্ত পদ্ধতি চালু করা।


কারণে-অকারণে মোবাইল অপারেটরগুলো গ্ৰাহকদেরকে প্রতিদিন এসএমএস দেয়, তাহলে প্রতিটা ফরওয়ার্ড কলেও এসএমএস দিতে পারবে। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 http://ow.ly/QvJm1036lYy


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262 & +8801711374824


📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/nyab102wHAf

Comments

Popular posts from this blog

248 ) IDENTIFICATION OF THE EVIDENCE :- প্রমাণ উদঘাটন।- Written by Junayed Ashrafur Rahman

667)Case against AI ChatGPT. (এআই চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒

238)ABOUT THE LOGICAL LAW. -Written by Junayed Ashrafur Rahman