436) Criminal profession. (অপরাধ পেশা।) - Written by Junayed Ashrafur Rahman
436 https://parg.co/bOIX ) Criminal profession. (অপরাধ পেশা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒
"Those who take crime as a profession have nothing to do but seek the welfare of the normal people."
#Law #Wisdom #Criminology #Society #Humanity #Welfare
🌟 Criminal profession ✒
It is a crime to make a living by disobeying the law without taking any legal profession.
🌟 Consequences of criminal profession ✒
While the criminal profession may seem outwardly lucrative, comfortable, and thrilling, the consequences are dire. Because professional criminals have nothing to do but commit crimes.
🌟 The terrible consequences of the criminal profession ✒
1) Jail ✒
Arrests for crimes are usually jail time. Getting bail through a lawyer is a much later matter.
2) Encounter ✒
Professional criminals are killed in encounter with the law enforcement during the fighting to arrest.
3) Murder ✒
Killed in enemies attack or in the self-defense of civilians.
4) Being destitute ✒
If there is extra friendship or enmity with the big criminals, they takes the property and money of the small criminal.
Because of the illegal and unsubstantiated transactions between the criminals, they cannot even resort to the law to solve themselves.
This is how professional criminals become destitute.
🌟 Seek the welfare ✒
When ordinary people try to stop professional criminals from committing crimes directly, they have to become enemies, so there is nothing to do but wish them well. © All Right Reserved Junayed Ashrafur Rahman
"অপরাধকে যারা পেশা হিসেবে গ্রহণ করে, তাদের জন্য সাধারণ মানুষের কল্যাণ কামনা করা ছাড়া কিছুই করার থাকে না।"
🌟 অপরাধ পেশা ✒
কোন বৈধ পেশা গ্রহণ না করে দেশের আইন অমান্য করে নিজেদের ইচ্ছামত অন্যায় - অপরাধ করে জীবিকা নির্বাহ করাই অপরাধ পেশা।
🌟 অপরাধ পেশার পরিণতি ✒
অপরাধ পেশাকে বাহ্যিকভাবে বিরাট লাভজনক, আরামদায়ক আর রোমাঞ্চকর মনে হলেও পরিণতি হয় ভয়াবহ। কেননা অপরাধ করা ছাড়া পেশাদার অপরাধীদের অন্যকিছু করার থাকে না।
অপরাধ পেশার ভয়াবহ পরিণতি ✒
১) জেল ✒
অপরাধ করে গ্রেফতার হলে সাধারণতঃ জেলই হয়। উকিলের মাধ্যমে জামিন প্রাপ্তি অনেক পরের ব্যাপার।
২) এনকাউন্টার ✒
গ্রেফতারের সময় পাল্টা লড়াই করে আইন বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হওয়া।
৩) খুন ✒
প্রতিপক্ষের হামলায় অথবা সাধারণ মানুষের সেল্ফ ডিফেন্সে নিহত হওয়া।
৪) নিঃস্ব হওয়া ✒
বড় অপরাধীর সঙ্গে অতিরিক্ত সখ্যতা অথবা শত্রুতা থাকলে ছোট অপরাধীর সম্পত্তি ও টাকা আত্মসাৎ করে নেয়।
অপরাধীদের মধ্যে অবৈধ ও প্রমাণহীন লেনদেন হওয়ার কারণে ওরা নিজেদের সমাধানের জন্য আইনের দ্বারস্থও হতে পারে না।
এভাবেই পেশাদার অপরাধীরা নিঃস্ব হয়।
🌟 মঙ্গল কামনা ✒
সাধারণ মানুষের দ্বারা পেশাদার অপরাধীদেরকে সরাসরি অপরাধ থেকে বিরত করার চেষ্টা করলে ওদের শত্রুতে পরিণত হতে হয়, তাই ওদের জন্য মঙ্গল কামনা করা ছাড়া কিছুই করার থাকে না। © All Right Reserved Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment