430) General Diary (GD). (সাধারণ ডায়েরি জিডি)। - Written by Junayed Ashrafur Rahman
430 https://parg.co/bOIX ) General Diary (GD). (সাধারণ ডায়েরি জিডি)। - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒
"General diary is not enough to arrest someone without clear evidence."
#Law #Judgment #Humanity
🌟 That's why GD ✒
If one party is threatened by the other party or there is a danger of death due to future attack, there is an opportunity to make a GD in the concerned police station.
🌟 Limitation of GD ✒
Since GDs are made based on the likelihood of future crime, it is not enough to arrest someone.
🌟 Misuse of GD ✒
GD's opportunities can also be abused.
GD can also be made by adding lies to matters that are not sufficient for GD.
So the concerned police officers should consider, is the GD true or false?
Again, one can make GD in the name of others by threatening, intimidating and committing crimes.
🌟 GD and crime ✒
It is not possible to arrest someone even if he has a GD in one's name, even if it is a crime.
For example, Dulal threatened to kill Alal.
But later Alal was killed by Belal. So Belal has to be arrested, even though the threat was made by Dulal.
🌟 So no one will think by making GD, you have taken over the state.
Don't be afraid if there is a GD in someone's name again, you are finished. © All Right Reserved Junayed Ashrafur Rahman
"সুস্পষ্ট প্রমাণ ছাড়া সাধারণ ডায়েরি যথেষ্ট না কেউকে গ্রেফতার করতে।"
🌟 যে কারণে জিডি ✒
একপক্ষের দ্বারা আরেক পক্ষ হুমকির শিকার হলে অথবা ভবিষ্যতে হামলার কারণে প্রাণ নাশের আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট থানায় জিডি করার সুযোগ হয়।
🌟 জিডির সীমাবদ্ধতা ✒
যেহেতু জিডি করা হয় ভবিষ্যতে অপরাধ ঘটিত হওয়ার সম্ভাবনার ভিত্তিতে, তাই যথেষ্ট না কেউকে গ্রেফতার করতে।
🌟 জিডির অপব্যবহার ✒
জিডির সুযোগকে কাজে লাগিয়ে অপব্যবহারও হতে পারে।
যে বিষয় জিডির জন্য যথেষ্ট না, এমন বিষয়ে মিথ্যা যুক্ত করেও জিডি করা হতে পারে।
তাই সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বিবেচনা করা উচিৎ, জিডি সত্য, নাকি মিথ্যা?
আবার কেউ নিজেই হুমকি, ধমকি দিয়ে ও অপরাধ করেও অন্যের নামে জিডি করতে পারে।
🌟 জিডি ও অপরাধ ✒
কারোর নামে জিডি হলেই তাকে গ্রেফতার সম্ভব না, এমনকি অপরাধ হলেও।
যেমন : আলালকে দুলাল হত্যার হুমকি দিয়েছে।
কিন্তু পরে আলালকে বেলাল হত্যা করেছে। তাই বেলালকেই গ্রেফতার করতে হবে, যদিও হুমকিটা দুলাল দিয়েছে।
🌟 তাই কেউ জিডি করে মনে করবেন না, আপনি রাজ্য অধিকার করে নিয়েছেন।
আবার কারোর নামে জিডি হলে ভয় পাবেন না, আপনি শেষ হয়ে গিয়েছেন। © All Right Reserved Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment