429) False litigation. (মামলাবাজি।) - Written by Junayed Ashrafur Rahman
429 https://parg.co/bOIX ) False litigation. (মামলাবাজি।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒️
"If one false case is filed after another, there will be false litigation. But if there is a just case, there will be no litigation."
#Law #Judgment #Humanity
🌟 False litigation ✒️
If a case is filed in the name of a person due to mischief or any other reason, it will be a false lawsuit. In this case harassment is the actual purpose. And the one who does that is false plaintiff.
🌟 A fair case if necessary ✒️
But he who sues in need will never sue.
For example: trouble with Alal over Dulal's money, with Helal over agricultural land, with Jalal over fish farming, with Nandalal over trees. But not being resolved. Now, if Alal files a separate case in the name of each of them, it will be a fair case.
So Alal will never be a false litigant. © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW
"একের পর এক মিথ্যা মামলা দায়ের করলে মামলাবাজি হয়।কিন্তু প্রয়োজনে ন্যায়সঙ্গত মামলা করলে মামলাবাজি হবে না।"
🌟 মামলাবাজি ✒️
দুষ্টামি অথবা অন্যকোন কারণে যদি মানুষের নামে মামলা করা হয়, তবে সেটা মামলাবাজি হবে। এক্ষেত্রে হয়রান করা আসল উদ্দেশ্য হয়। আর এমনটা যে করে সে মামলাবাজ।
🌟 প্রয়োজনে ন্যায়সঙ্গত মামলা ✒️
কিন্তু প্রয়োজনে যিনি মামলা করেন, তিনি কখনই মামলাবাজ হবেন না।
যেমন : আলালের সঙ্গে দুলালের টাকা নিয়ে, হেলালের সঙ্গে কৃষি জমি নিয়ে, জালালের সঙ্গে মাছ চাষ নিয়ে, নন্দলালের সঙ্গে গাছ নিয়ে ঝামেলা। কিন্তু সমাধান হচ্ছে না। এখন আলাল যদি উল্লিখিত প্রত্যেকের নামে আলাদা মামলা করেন, তবে সেটা হবে ন্যায়সঙ্গত মামলা।
তাই আলাল কখনই হবেন না মামলাবাজ। © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW
Comments
Post a Comment