428) Case of lying and malice. (মিথ্যা ও বিদ্বেষ প্রসূত মামলা।) - Written by Junayed Ashrafur Rahman

 428) Case of lying and malice. (মিথ্যা ও বিদ্বেষ প্রসূত মামলা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒️



 "All false cases from malice, but case of malice can be either true or false."


#Law #Judgment #Humanity 


 🌟 False case ✒️ 


 False cases are made for any reason of violence, malice or mischief.


 No one actually committed the crime, but the case was prosecuted with false information.


 In fact, false accusations are made to demean, endanger, or harm others.


 So all false cases include malice.


 🌟 Falsehood in a case of hatred ✒️


 But even if a case is filed out of malice, the allegation may be true or false.


 If the allegation is true, the case is correct.

 If the allegation is false, the case is dismissed.


 Thus, case of hatred can be true or false. © All Right Reserved Junayed Ashrafur Rahman 


"সকল মিথ্যা মামলা বিদ্বেষ প্রসূত, কিন্তু বিদ্বেষ প্রসূত মামলা সত্য অথবা মিথ্যা উভয়ই হতে পারে।"


🌟 মিথ্যা মামলা ✒️ 


হিংসা, বিদ্বেষ অথবা দুষ্টামি যে কোন কারণে মিথ্যা মামলা করা হয়।


বাস্তবে ঘটেনি অথবা কেউ অপরাধ করে নি, কিন্তু অপরাধের মিথ্যা তথ্য দিয়ে মামলা করা হয়। 


প্রকৃতপক্ষে, অন্যকে হেয়, বিপদগ্রস্ত অথবা ক্ষতিগ্রস্ত করার জন্যই মিথ্যা মামলা করা হয়।


তাই সকল মিথ্যা মামলা বিদ্বেষের অন্তর্ভুক্ত।


🌟 বিদ্বেষ প্রসূত মামলার সত্যমিথ্যা ✒️ 


কিন্তু বিদ্বেষ প্রসূত মামলা করা হলেও অভিযোগ সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। 


অভিযোগ সত্য হলে, মামলা সঠিক হয়। 

অভিযোগ মিথ্যা হলে, মামলা বাতিল হয়। 


এভাবেই বিদ্বেষ প্রসূত মামলা সত্য অথবা মিথ্যা হতে পারে। © All Right Reserved Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

248 ) IDENTIFICATION OF THE EVIDENCE :- প্রমাণ উদঘাটন।- Written by Junayed Ashrafur Rahman

667)Case against AI ChatGPT. (এআই চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒

238)ABOUT THE LOGICAL LAW. -Written by Junayed Ashrafur Rahman