426) Case of malice. (বিদ্বেষ প্রসূত মামলা।) - Written by Junayed Ashrafur Rahman
426 https://parg.co/bOIX ) Case of malice. (বিদ্বেষ প্রসূত মামলা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒️
"There is no excuse for malice if the crime is proven."
#Law #Judgment #Humanity
🌟 Cases of malice ✒️
A case that is filed without any guilt only because of revenge and the mischief of the plaintiff is a case of malice.
🌟 Cases of malice as an excuse ✒️
When someone is sued for a crime, it is said to weaken that case, it is not a proper case, but a case of hatred.
One of the few excuses that criminals use to weaken a case is to raise allegations of malice.
🌟 Uncertainty of Case of malice ✒️
The one who sues, never mentions in the lawsuit, sued because of malice.
Therefore, it is definitely not possible to call any case a case of malice.
🌟 If the crime is proved ✒️
If the crime is proven, the case will be correct, even if the case is filed out of malice.
Because, in cases and trials, crime and evidence are more important than malice. © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW
"অপরাধ প্রমাণিত হলে বিদ্বেষের অজুহাত থাকে না।"
🌟 বিদ্বেষ প্রসূত মামলা ✒️
কারোর অপরাধ ছাড়াই শুধু প্রতিহিংসা ও মামলাকারীর দুষ্টামির কারণে যে মামলা দেয়া হয়, সেটাই বিদ্বেষ প্রসূত মামলা।
🌟 অজুহাত হিসেবে বিদ্বেষ প্রসূত মামলা ✒️
যখন কারোর অপরাধের কারণে মামলা দেয়া হয়, তখন সেই মামলাকে দুর্বল করার জন্য বলা হয়, এটা সঠিক মামলা না, বরং হিংসা বিদ্বেষের কারণে এই মামলা করা হয়েছে।
মূলতঃ অপরাধীরা মামলাকে দুর্বল করতে যে কয়েকটি অজুহাত ব্যবহার করে, এদের মধ্যে বিদ্বেষ প্রসূত মামলার অভিযোগ উত্থাপন অন্যতম।
🌟 বিদ্বেষ প্রসূত মামলার অনিশ্চয়তা ✒️
যিনি মামলা করেন, তিনি মামলাতে কখনই উল্লেখ করেন না, তিনি বিদ্বেষের কারণে মামলা করেছেন।
তাই নিশ্চিতভাবে কোন মামলাকে কখনই বলা সম্ভব না বিদ্বেষ প্রসূত মামলা।
🌟 অপরাধ প্রমাণিত হলে ✒️
অপরাধ প্রমাণিত হলে মামলা সঠিক হবে, যদিও বিদ্বেষের কারণে মামলা করা হয়।
কেননা, মামলা ও বিচারের ক্ষেত্রে বিদ্বেষের চেয়ে অপরাধ ও প্রমাণ বেশি গুরুত্বপূর্ণ। © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW
Comments
Post a Comment